পুলিশের সাথে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে  আন্দোলন থেকে সরে আসলো টিসিএ 

পুলিশের সাথে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে  আন্দোলন থেকে সরে আসলো টিসিএ 

স্টাফ রিপোর্টার ♦ রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী স্থগিত করা হয়েছে।

সোমবার বেলা আড়াইটায় নগরীর সেন্ট্রাল রোডস্থ মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কার্যালয়ে সাংবাদিকদের সাথে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আলোচনা করেন। সাংবাদিকের উপর পুলিশী হামলার ঘটনায় ৮ জন পুলিশ সদস্যকে দোষী করে তদন্ত প্রতিবেদন জমা দেয়াসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান। উপস্থিত সাংবাদিক নেতারা মেট্রোপলিটন পুলিশের গৃহিত পদক্ষেপে সন্তুষ্ট হয়ে আন্দোলন কর্মসূচী তুলে নেয়াসহ সংবাদ বর্জনের ঘোষনাও প্রত্যাহার করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওসার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ইন্ডিপেনডেন্ট টিভি’র রংপুর অফিস প্রধান নজরুল ইসলাম রাজু, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, সহ-সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, সদস্য আসাদুজ্জামান আরমান, আলী হায়দার রনি, ফরহাদ হোসেন ফুয়াদ, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান। টিসিএ’র নেতৃবৃন্দরা লড়াই সংগ্রামে প্রত্যক্ষ-পরোক্ষভাবে অংশ নেয়া সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।