পাঁচ সন্তান জন্মের গুজবে ভাসছে রংপুর

পাঁচ সন্তান জন্মের গুজবে ভাসছে রংপুর
২০১৬ সালের ১৯ এপ্রিল গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার শিরিকুল ইসলামের স্ত্রী আরজিনা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ সন্তানের জন্ম দেন

নভেল চৌধুরী ♦ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রংপুরের স্থানীয় গ্রপগুলোতে ছড়িয়ে পড়েছে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ সন্তান জন্মের খবর। অথচ খবরটি ২০১৭ সালের ১৯ এপ্রিলের। 
আজ (২০ এপ্রিল) সকালে   ’রংপুর বাংলাদেশ’  নামক পেইজ থেকে এ গুজব ছড়িয়ে পড়ে। এরপর থেকেই রংপুরের স্থানীয় কয়েকটি ফেসবুক গ্রæপে ( রংপুরে যা যা দেখেছি, ভালোবাসার পাগলাপীর) ছড়িয়ে পড়ে খবরটি। এছাড়াও রংপুুরে অনেক মানুষের মুখেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এ গুজব।
এ ঘটনায় রংপুরে কর্মরত সাংবাদিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলে, তারা এ তথ্যের কোনও সত্যতা খুজে পায়নি। এ বিষয়ে রংপুর মেডিকেল হাসপাতালের পরিচালক রেজাউল করিম বলেন, এরকম ঘটনা রংপুর হাসপাতালে ঘটেনি। ২০১৭ সালের একটি ঘটনার সাথে এটি সাদৃশ্যপূর্ণ।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ এপ্রিল গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার শিরিকুল ইসলামের স্ত্রী আরজিনা বেগম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ সন্তানের জন্ম দেন।