নিম্নমানের ইউরিয়া সার সরবরাহ ও বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের দাবি, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ♦ নিম্নমানের ইউরিয়া সার সরবরাহ এবং বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট। রোববার (২৯ আগস্ট) নগরীর কাচারি বাজারে বিক্ষোভ সমাবেশটি পালিত হয়। এর আগে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
ঘন্টাব্যাপি এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বাসদ নেতা মমিনুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা বাসদ আহ্বায়ক জননেতা কমরেড আ. কুদ্দুস প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে ভেজাল সার প্রয়োগে ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান ও সয়াবিন তেল, চিনি, চাল, ডাল ওষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং ক্ষেত মজুরদের সারাবছরের কাজ ও আর্মিরেট রেশনিং চালুর দাবি করা হয়।