আফ্রিকায় দুর্ভিক্ষ ডেকে আনা ফল আর্মিওয়ার্ম  পোকা হানা দিয়েছে দেশে

আফ্রিকায় দুর্ভিক্ষ ডেকে আনা ফল আর্মিওয়ার্ম  পোকা হানা দিয়েছে দেশে

এহসানুল হক সুমন ♦ আফ্রিকায় দুর্ভিক্ষ ডেকে আনা ভুট্টার ‘ফল আর্মিওয়ার্ম’ পোকা হানা দিয়েছে বাংলাদেশেও। ভুট্টার জন্য ক্ষতিকর এ  পোকা আরও ৪০টি ফসলেও আক্রমণ করে খাদ্যশস্য উৎপাদন ব্যবহত করতে পারে বলে জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা। ২০১৮ সালে বাংলাদেশে বগুড়ার সারিয়াকান্দিতে প্রথম শনাক্ত হওয়া এ পোকা দমনে কাজ শুরু করেছেন কৃষি সংশ্লিষ্টরা।

শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট (বারি) সরেজমিন গবেষনা বিভাগের রংপুর কার্যালয়ে সার-কীটনাশক ডিলারদের নিয়ে ‘ফল আর্মিওয়ার্ম’ পোকা দমন ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে রংপুর ও বগুড়া জেলার ৩০ জন ডিলার অংশ নেন।

সেন্টার ফর এগ্রিকালচার এন্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনালের অর্থায়নে, বারি’র কীটতত্ত্ব বিভাগের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ আব্দুর রউফ। কেবি’র বাংলাদেশ প্রতিনিধি ড. বীরেশ কুমার গোস্বামীর সভাপতিত্বে কর্মশালায় অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন, কৃষি গবেষনা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মোঃ নাজিরুল ইসলাম, কেবি দক্ষিণ এশিয়ার সমন্বয়কারী ড. মালভিকা চৌধুরী। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বারি ডাল গবেষনা কেন্দ্রের পরিচালক ড. দেবাশীষ সরকার, বগুড়া কন্দাল ফল গবেষনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকতর্অ ড. জুলফিকার হায়দার প্রধান, বারি কীটতত্ত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্তসহ কৃষি বিজ্ঞানীরা। 

কর্মশালায় কৃষি বিজ্ঞানীরা বলেন, কৃষি বিভাগ অনুমোদিত কীটনাশক দিয়ে বীজ শোধনের মাধ্যমে ভুট্টা রোপন করলে ২০ থেকে ৩০ দিন পর্যন্ত ভুট্টা গাছের বাড়ন্ত বয়সে ফল আর্মিওয়াম পোকা আক্রমণ করতে পারে না। এরপর নিয়মিত ক্ষেত পরিদর্শনসহ কৃষি বিভাগের পরামর্শে কীটনাশক ব্যবহার করলে এ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। কৃষকের ভরসারস্থল হিসেবে সার-কীটনাশকের ডিলাররা মাঠ পর্যায়ে কৃষকদের এ তথ্য খুব সহজেই পৌঁছে দিতে পারবে।