রংপুরে দেশীয় সিগারেট কোম্পানীর অস্তিত্ব রক্ষায় মানববন্ধন

নভেল চৌধুরী ♦ দেশীয় মালিকানাধীন সিগারেট কোম্পানীর অস্তিত্ব রক্ষার দাবীতে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। ক্ষতিগ্রস্থ ও অবহেলিত তামাক চাষীর ব্যানারে রোববার সকালে প্রেসক্লাব প্রাঙ্গনে মানবন্ধন সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সিরাজুল ইসলাম, আমিনুল, খয়বার, মফিজ উদ্দিনসহ অন্যরা।
বক্তারা বলেন, দেশে ব্যবসারত ২৬টি সিগারেট কোম্পানির মধ্যে ২৪টিই শতভাগ দেশীয় মালিকানাধীন। আর দু’টি বিদেশি মালিকানাধীন। বর্তমানে সিগারেটের দাম ও কর হার নির্ধারণে দেশি ও বিদেশি কোম্পানিগুলোকে একই কাতারে আনা হয়েছে। এতে দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলোর সুরক্ষা দেওয়া হয়নি। বিদেশিদের সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় কোম্পানিগুলো টিকে থাকতে হিমশিম খাচ্ছে। যার কারণে অধিকাংশ দেশীয় কোম্পানিগুলো তামাক শিল্প থেকে নিরুৎসাহিত হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাষিদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে লাখ লাখ শ্রমিকও। এমনকি আয়ের পথ বন্ধ হয়ে পথে বসতে হবে লাখো শ্রমিককে।
তারা অভিযোগ করে বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে প্রধানমন্ত্রীর দেশীয় ব্রান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। ২০১৮-১৯ অর্থ বাজেটে শুধু দেশীয় মালিকানাধীন কোম্পানিগুলো সংরক্ষিত রাখার জন্য সংসদে অনুমোদন পাওয়ার পরও আজও তা বাস্তবায়ন হয়নি।