গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে বালু উত্তোলন, হুমকির মুখে গ্রোয়েন বাঁধ

গঙ্গাচড়ায় তিস্তা নদী থেকে বালু উত্তোলন, হুমকির মুখে গ্রোয়েন বাঁধ

নির্মল রায় ♦ রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের গোডাউনের হাট সংলগ্ন গ্রোয়েন বাধের পাশে তিস্তা নদীতে শ্যালো মেশিন বসিয়ে প্রায় এক সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।  বালু উত্তোলনের ফলে তিস্তা প্রতিরক্ষা বাঁধ রক্ষার জন্য দেয়া গ্রোয়েন বাধটি আসন্ন বর্ষা মৌসুমে ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা করছেন গ্রোয়েন বাঁধের আশপাশের বাসিন্দারা। তারা দ্রুতই বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়রা  জানান, গোডাউনের হাট সংলগ্ন গ্রামের অবৈধ বালু ব্যবসায়ী মিজান ও সাদ্দাম নামের দুই ব্যক্তি প্রায় এক সপ্তাহ ধরে গ্রোয়েন বাধের পাশে তিস্তা নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছেন ।
দীর্ঘদিন থেকে একই স্থানে বালু উত্তোলনের ফলে বালু উত্তোলন স্থানে নদীর তলদেশে গভীর গর্তের  সৃষ্টি হচ্ছে । ফলে আসন্ন বর্ষা মৌসুমে তিস্তার প্রতিরক্ষা বাধ রক্ষায় দেয়া গ্রোয়েন বাধটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
বালু উত্তোলনকারী মিজান ও সাদ্দাম জানান ,আমরা গংগাচড়া থানার এসআই এরশাদুল হক মামার অনুমতি নিয়ে বালু তুলছি । 
এসআই এরশাদুল হক অনুমতি দেননি বলে এ প্রতিবেদককে জানান। 
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শরীফুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।