করোনার ক্ষতি পুষিয়ে নিতে বেরোবি’র শীতকালীন ছুটি বাতিল
স্টাফ রিপোর্টার ♦ করোনার ক্ষতি পুষিয়ে নিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। সেশনজট নিরসনে শীতকালীন ছুটি বাতিল করা এ সময়ে একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড যথা নিয়মে চলবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটি’র সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৯ থেকে ৩০ ডিসেম্বরের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে প্রশাসনিক কর্মকান্ড এগিয়ে নিতে আগামী ১৯ থেকে ২৮ ডিসেম্বরের অফিস ছুটিও বাতিল করা হয়। তবে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি বহাল থাকবে।