ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

ইভ্যালির সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিউজডোর ডেস্ক ♦ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির এমডি ও চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পর গত ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা, অর্থ আত্মসাৎ ও অর্থপাচার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করেন।