রংপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে  হত্যাচেষ্টা, পলাতক স্বামী গ্রেফতার

রংপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে  হত্যাচেষ্টা, পলাতক স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় পলাতক স্বামী ফেরদৌস জামাল ডিপজল (২৪)কে গ্রেফতার করেছে ্যাব। রোববার নগরীর প্রধান ডাকঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিপজল মিঠাপুকুর উপজেলার বিরাহীমপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে।

রোববার বিকেলে ্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, গত বছর মেয়ের পরিবারের মতামত না নিয়ে জোর করে ওই মেয়েকে বিয়ে করেছিল ডিপজল। বিয়ের পর থেকে যৌতুকের জন্য অমানবিক নির্যাতন চালানো হলে, তা সহ্য করতে না পেরে মেয়েটি বিয়ের কয়েক মাস পর বাবার বাড়িতে চলে আসে। এরপর পায়রাবন্দ কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয় মেয়েটি। আর এতেই ক্ষিপ্ত হয়ে পড়ে ডিপজল। গত ১০ আগস্ট কলেজ থেকে ফেরার পথে ভাংনী ইউনিয়নের চৌপথি এলাকায় মেয়েটির পথরোধ করে স্বামী ডিপজল। এরপর হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মেয়েটিকে হত্যার চেষ্টা চালায় সে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঘটনায় ভুক্তভোগী ওই মেয়ের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করলে ছায়া তদন্ত শুরু করে ্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ্যাবের কাছে স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার কথা স্বীকার করে ডিপজল। ডিপজলকে মিঠাপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ্যাব।