সিআইডি দেখে এটিএম মেশিন থেকে টাকা লুট, আটক:৩

সিআইডি দেখে এটিএম মেশিন থেকে টাকা লুট, আটক:৩
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ সিলেটের ওসমানী নগর থানা এলাকায় ইউনাইটের কমার্শিয়াল ব্যাংকের এটিএম মেশিনের লক ভেঙে ২৪ লক্ষাধিক টাকা লুটের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার এ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গতকাল ২১ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক অভিযানে রাজধানী ও হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শামীম আহম্মেদ, নুর মোহাম্মদ সেবুল ও আ. হালিম। এসময় তাদের কাছ থেকে লুট করা ১০ লাখ ৮ হাজার টাকাসহ দুটি মুঠোফোন, ১টি ছুরি, ১টি প্লাস ও মাথায় ব্যবহৃত ৩টি কাপড়ের টুকরা জব্দ করা হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তথ্য প্রযুক্তি সম্পর্কে পারদর্শী। এটিএম মেশিন ভেঙ্গে টাকা লুটের মূল পরিকল্পনাকারী শামীম আহম্মেদ নিয়মিত ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি অনুষ্ঠানটি দেখতেন। সেখান থেকেই তিনি এটিএম মেশিন ভাঙ্গার কৌশলিটি শিখেছেন।