রংপুরে অনুমোদনহীন ঔষধ কোম্পানিতে অভিযান
অস্বাস্থ্যকর পরিবেশে কেমিস্ট ছাড়াই ঔষধ প্রস্তকরণ
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে অনুমোদনহীন ঔষধ কোম্পানিতে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আঁখি শেখ এর নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান পরিকল্পনা ও সার্বিক তত্ত¡াবধানে মহানগরের ১৪নং ওয়ার্ডস্থ দামুদরপুর বালাপাড়া 'নিউক্লিয়াস' ফার্মাসিউটিক্যালস্ (ইউনানী) রংপুর-বাংলাদেশ নামক আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাইকালে ফ্যাক্টরির মালিক কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে কেমিস্ট ছাড়াই ঔষধনের প্রস্তকরণ, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা না থাকা এবং নানাবিধ অব্যবস্থাপনার দায়ে উক্ত প্রতিষ্ঠা মালিক মোছাঃ আখতারুন নাহার কে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জব্দকৃত মালামাল ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।