গঙ্গাচড়া আ.লীগ সদস্য দীপের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
রাঙ্গার হাতে ফুলের তোড়া ও গলায় মাল্যদান করে জাতীয় পার্টিতে যোগদান
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ বাংলাদেশ আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলা শাখার সদস্য শহিদ চৌধুরী দীপের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানা যায়, শহিদ চৌধুরী দীপ গত ১১ সেপ্টেম্বর রাতে জাতীয় পার্টির সাংসদ মসিউর রহমান রাঙ্গার বাসভবনে তার হাতে ফুলের তোড়া ও গলায় মাল্যদান করে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
ওই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। যা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিপন্থি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই গঠনতন্ত্রের ৪৭ ধারা মতে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা/ বহিষ্কার ও দলীয় প্রাথমিক সদস্যপদ বাতিল করা হবে না মর্মে নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব প্রদানের জন্য বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে গঙ্গাচড়া উপজেলা আওয়ামীলীগ চূড়ান্তভাবে বহিষ্কার ও প্রাথমিক সদস্যপদ বাতিল করবে বলে পত্র মারফত জানা যায়।