ইসলামী বক্তা আবু ত্ব-হা’র শরীরে করোনার উপসর্গ
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়ার পর থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। আদনানের জ্বর, গা ব্যাথা ও খাবার কোনও রুচি নেই। কারও সাথে কোনও কথা বলছেন না। বাড়িতে পৃথকভাবে থাকছে। পরিবারের ধারণা আদনানের দেহে করোনার উপসর্গ দেখা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদনানের .মা আজেদা বেগম এবং প্রথম পক্ষের স্ত্রী আবেদা নুর। আদনানের মা বলেন, কি কারণে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল এ বিষয়ে এখন পর্যন্ত আদনান কাউকে কিছু বলেনি। বাসায় আসার পর থেকে জ্বর ও শরীরে ব্যাথা অনুভব করছে। এদিকে আদনান ও তার ড্রাইভারের কাছ থেকে আত্মগোপনের বিষয়ে জানার চেষ্টা করা হলেও তারা বা তাদের পরিবারের কোনও সদস্য কথা বলতে চাইছে না। এক কথায় পারিবারিক কারণে আত্মগোপন জানায়। উল্লেখ্য, দীর্ঘ ৮ দিন নিখোঁজ থাকার পর শুক্রবার দুপুরে রংপুর নগরীর মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে ইসলামি বক্তা ত্ব-হাকে এবং হাজীরহাটের নিজ বাড়ি থেকে গাড়ি চালক আমির উদ্দিন ও জায়গীরহাট থেকে সফর সঙ্গী আব্দুল মুহিতকে হেফাজতে নেয় পুলিশ। ত্ব-হা স্বেচ্ছায় ব্যক্তিগত সমস্যার কারণে গাইবান্ধায় বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন বলে সংবাদ সম্মেলন করে জানায় পুলিশ।