তীব্র শীতে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
নিউজডোর ডেস্ক ♦ কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো দেশ । কোথাও কোথাও হালকা রোদের দেখা মিললেও অনেক স্থানেই নেই রোদ । তীব্র শীতে জবুথবু অবস্থা জনজীবনে । এমন সময় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । একই সঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।
বুধবার( ২৪ জানুয়ারি) সকাল ৯টায ় আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে ।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু- এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে । তবে সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে । ঘন কুয়াশা বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগ ব্যাহত করতে পারে । কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা হ্রাস পেতে পারে ।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।