উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত থাকবে কি না জানাল

উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত থাকবে কি না জানাল

নিউজডোর ডেস্ক ♦ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রথম ধাপের দেড়শ উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর গতকাল রাতে সিদ্ধান্ত নেয় দলটি।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন পুলিশের একতরফা ভূমিকার কারণে এর আগে জাতীয় সংসদ স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে বিএনপি। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। আগামী মে থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের সব পর্যায়ের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান সরকারের আমলে দেশে জাতীয় স্থানীয় সরকারের কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।