বিজিবি সদস্যের লাশ ফেরত দিল বিএসএফ

বিজিবি সদস্যের লাশ ফেরত দিল বিএসএফ
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় বর্ডার গার্ড ফোর্স (বিএসএফ)’র গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল ও সহকারী পরিচালক মাসুদ রানা মরদেহ গ্রহণ করেন।

গত সোমবার ভোররাতে বেনাপোলের ধান্যাখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশ বর্ডার গার্ড ফোর্সের (বিজিবি) সৈনিক মোহাম্মদ রইস উদ্দিন নিহত হয়েছেন। এরপর লাশ নিয়ে যায় বিএসএফ। রইসের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

ঘটনার পর বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে চোরাকারবারীরা বেনাপোলের ধান্যাখোলা সীমান্ত এলাকা দিয়ে গরু নিয়ে আসছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দিন বিএসএফ সদস্যদের দেখে এগিয়ে যান।

আরও বলা হয়, ঘটনার সময় ওই সেনার পরনে ছিল রয়েস জ্যাকেট। তিনি বিএসএফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার বিষয়ে জানতে চান। শনাক্ত হওয়ার পর বিএসএফ সদস্যরা রইসকে গুলি করে। মাটিতে লুটিয়ে পড়লে তারা তাকে বাংলাদেশ থেকে ভারতীয় সীমান্তে নিয়ে যায়।

পরে বিএসএফ তাকে ভারতের বনগাঁ হাসপাতালে ভর্তি করে। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রইস উদ্দিনের মৃত্যু হয়।

ঘটনার পর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।