উন্নয়নশীল দেশে উত্তোরণের সুপারিশে মাহিগঞ্জে আনন্দ উদ্যাপন

উন্নয়নশীল দেশে উত্তোরণের সুপারিশে মাহিগঞ্জে আনন্দ উদ্যাপন

হাসেম আলী  ♦  ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে রংপুর মাহিগঞ্জে আনন্দ উদ্যাপন অনুষ্ঠান হয়েছে। রোববার বিকেলে মাহিগঞ্জ থানা প্রাঙ্গনে এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  (গোয়েন্দা শাখা) উত্তম প্রসাদ পাঠক, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের অতিরিক্ত পুলিশ সুপার মোছা লিজা বেগম,  সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুজ্জামান। বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা রাম কৃষ্ণ সোমানী, মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকোনুজ্জামান, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এসএম রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা আব্দুর রব পাটোয়ারী, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন চৌধুরী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, ৩০ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব আনোয়ার হোসেন, ৩৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব মোকলেস, কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান পাটোয়ারী মিঠু,  শিক্ষক-সাংবাদিক হাসেম আলীসহ অন্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ২৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। শেষে বেতার ও টিভি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।