রংপুরে ঔষধ বিক্রির নামে  প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

সাধারণ ভেটেনারী মেডিসিন বিক্রেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

রংপুরে ঔষধ বিক্রির নামে  প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ঔষধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে নাহিদ হাসান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে কাউনিয়া উপজেলার বালাপাড়া তকিপল বাজারের একটি ফার্মেসী থেকে তাকে গ্রেফতার করা হয়। নাহিদ উপজেলার নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। বুধবার বিকেলে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৭ ফেব্রæয়ারী র‌্যাবের শাপলা চত্ত¡র কার্যালয়ে এক ভুক্তভোগী নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দেন। সেখানে বলা হয়, ফেসবুক আইডি’র মাধ্যমে নাহিদ ভেটেনারী মেডিসিন বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ ভেটেনারী মেডিসিন বিক্রেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এর ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল অভিযোগের সত্যতা অনুসন্ধান করে তাৎক্ষনিক ছায়া তদন্ত শুরু করে। অভিযোগের সত্যতা পাওয়া ওইদিন রাতে কাউনিয়া থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ র‌্যাবকে প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কাউনিয়া থানায় নাহিদের বিরুদ্ধে ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। নাহিদের সহযোগিদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।