মিঠাপুকুরে যমুনেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে অর্থদন্ড প্রদান

মিঠাপুকুরে যমুনেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে অর্থদন্ড প্রদান

এহসানুল হক সুমন ♦ রংপুরে যমুনেশ্বরী নদী থেকে বালু উত্তোলণ করায় ফিরোজ কবির নামে এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারী নিদের্শ অমান্য করে যমুনেশ্বরী নদী থেকে বালু উত্তোলণ করায় বালু উত্তোলণকারী ফিরোজ কবিরকে  ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।  

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা  জানান, সরকারি নির্দেশ অমান্য করে মিঠাপুকুর উপজেলার মিলনপুরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা করা হয়েছে। বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।