রমজানে মুসলিমদের ঐতিহাসিক ৬ ঘটনা (পর্ব-২)
ছয় পর্বের আজ দ্বিতীয় পর্বে জেনে নেব বদর যুদ্ধের ঘটনা।
নিউজডোর ডেস্ক ♦ চলছে পবিত্র রমজান মাস। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এ মাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি রমজান মাস শুধু ইবাদত করার মাস। আসলে তা নয় রমজান মাস উদ্বুদ্ধ হওয়ারও মাস। পবিত্র এই মাসে মুসলিম জাতি বহু ক্ষমতাশীল জাতিকে শক্তিতে কুপোকাত করে স্বদেশ রক্ষায় অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছে। রমজান মাসে মুসলিমদের ঐতিহাসিক ঘটনা গুলোর একটি হলো মক্কা বিজয় ছয় পর্বের আজ দ্বিতীয় পর্বে জেনে নেব মক্কা বিজয়ের ঘটনা।
অষ্টম হিজরির রমজান মাসে মুসলিম বাহিনী মক্কা জয় করে। এই বিজয়কে পবিত্র কোরআনে ‘সুস্পষ্ট বিজয়’ বলা হয়েছে। নানা কারণেই মক্কা বিজয় ছিল মুসলমানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা মক্কা বিজয়ের মাধ্যমেই মক্কা থেকে অন্যায়ভাবে বিতাড়িত মুসলিমরা মাতৃভূমিতে ফেরেন। পবিত্র মক্কা ভূমি পৌত্তিলিকতামুক্ত হয়, মুসলমান কাবাঘর দর্শনের অধিকার পায়, সমগ্র আরবে মুসলমানদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মক্কার কুরাইশরা গুদাইবিয়া সন্ধির একাধিক ধারা লঙ্ঘন করলে মহানবী (সা.) মক্কা অভিযানের সিদ্ধান্ত নেন। মুসলিম বাহিনী প্রায় বিনা্ প্রতিরোধ ও বিনা রক্তপাতে মক্কা বিজয় করে। মুসলিম বাহিনীতে সদস্য ছিল ১০ হাজার। মক্কা বিজয়ের পর মহানবী (সা.) সাধারণ ক্ষমা ঘোষণা করেন।