রংপুরে বাল্য বিবাহ নিরোধ আইন নিয়ে ওরিয়েন্টেশন সভা (ভিডিও)

স্টাফ রিপোর্টার ♦ ‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এ শ্লোগানকে সামনে রেখে রংপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।  রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেন্ডার, সমতা, শিশু অধিকার, শিশু সুরক্ষা, বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ বিধি মালা ২০১৮ বিষয়ক এ ওরিয়েন্টেশন সভার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন, আরডিআরএসে সিইএনবি প্রকল্পের ডিভিশনাল ম্যানেজার মেজবাহুন নাহার, সিইএনবি প্রকল্পের জেলা সমন্বয়ক নাজমা খাতুন। কমব্যাটিং আরলি ম্যারিজ ইন বাংলাদেশ (সিইএমবি) প্রকল্পের আওতাধীন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আরডিআরএসের সহযোগিতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ ওরিয়েন্টেশন সভায় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা। ওরিয়েন্টেশনে বাল্য বিয়ে বিষয়ে ভয়বাহতার চিত্র তুলে ধরে আলোচনায় বক্তারা বলেন, বাল্য বিবাহ বন্ধে দায়িত্বরত সরকারী কর্মকর্তাদের উদাসীনতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের ভোট নষ্ট হয়ে যাওয়ার কারণে বাধা না দেয়ার কারণে বাল্য বিয়ে বেড়েই চলছে। এ সমস্যা সমাধানের কৌশল হিসেবে শিশু ও কিশোর-কিশোরীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সেক্টর ভিত্তিক নীতিমালা বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ, আইনী সংস্কার, যথাযথ নীতিমালা প্রনয়ণ, আইনের প্রয়োগ ও জবাবদিহিতা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ এবং নীতি নির্ধারকদের প্রভাবিত, সহায়তা ও সম্পৃক্ত করার মাধ্যমে ইতিবাচক সামাজিক মূল্যবোধ, রীতিনীতির উন্নয়ন করা, সামাজিক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য সুবিধাসহ শিশুর সামাজিক সুরক্ষার ব্যবস্থা ডিজিটালাইজট এবং কিশোরীদের জন্য উপযুক্ত প্রণোদনা নিশ্চিত করার দাবী উঠে এসেছে।