রংপুরে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ
স্টাফ রিপোর্টার ♦ সজনসচেতনতার মাধ্যমে সড়ক দূর্ঘটনার হার কমিয়ে আনার উপর গুরুত্বারোপ করে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে বক্তারা বলেন, সড়কে যান চলাচল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যান চলাচল ব্যবস্থাপনা গড়ে তোলা ও প্রয়োজনে আইন প্রয়োগ করা গেলেই কমে আসবে সড়কের দূর্ঘটনা। রংপুরের তারাগঞ্জ উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি, সতর্কতামূলক বোর্ড স্থাপন এবং সড়ক সংস্কারের ফলে সড়ক দূর্ঘটনা কমানো সম্ভব হয়েছে বলে সভায় জানানো হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, বিআরটিএ’র উপ-পরিচালক এটিএম জালাল উদ্দিন, সহকারী পরিচালক ফারুক আলমসহ অন্যরা। সভায় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে একটি জনসচেতনতামূলক র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।