সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা, দাফনেও বাধা

নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেস্ট আমরুল্লাহ সালেহর ভাইকে হত্যার পর তালেবান যোদ্ধারা মৃতদেহ দাফনও করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবারের এক সদস্য।
পানশিরে প্রতিরোধ যুদ্ধে অংশ নেয়া তালেবানবিরোধী বাহিনীর অন্যতম নেতা ছিলেন রোহুল্লাহ। শুক্রবার তার ভাতিজা এবাদুল্লাহ সালেহ তালেবানের হাতে চাচার মৃত্যুর খবর জানান। সূত্র: রয়টার্স
তিনি বলেন, তারা আমার চাচাকে হত্যা করেছে। গতকাল তারা তাকে মেরে ফেলে। তারা তাকে দাফন করতেও দিচ্ছে না।
তালেবানের তথ্যসেবা কেন্দ্র আলেমারাহর উর্দু ভাষার অ্যাকাউন্টে বল হয়েছে, তাদের কাছে থাকা খবর অনুযায়ী রোহুল্লাহ পানশিরে যুদ্ধে মারা গেছেন।
এদিকে টোলো নিউজের এক সাংবাদিক জানান, পানশির থেকে পালানোর চেস্টাকালে রোহুল্লাহ তালেবান যোদ্ধাদের হাতে আটক হন। পরে তাকে হত্যা করা হয়।