দিনাজপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৪ দফা দাবি
সংবাদ বিজ্ঞপ্তিতে ৪ দফা দাবি করে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ
মোঃ আরমান হোসেন দিনাজপুর ♦ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রনালয়ের আত্বঘাতি উদ্যোগ বন্ধসহ ৪ দফা দাবী আদায়ের লক্ষে দিনাজপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন হতে আন্দোলনের কর্মসুচী ঘোষনা।
১১ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সংগঠনের সদস্য সচিব মো: মাসুদ রানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন,একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিক্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রনালয়ের আত্বঘাতি উদ্দ্যোগ বন্ধ এবং জনগনকে নিমার্ণ কাজে জিম্মি জাতীয় স্বার্থবিরোধী বিএনবিসি ২০২০ এর সংজ্ঞা ও কয়েকটি ধারা/উপধারা সংশোধনসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি ও ঘোষনা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত ৪ দফা দাবী বাস্তবায়ন করতে হবে।
তিনি সংবাদ সম্মেলনে আরো জানান,করোনার বিরোপ পরিবেশে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,ছাত্র ও শিক্ষকগন দাবী স্বপক্ষে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকরিপি প্রদান, ভাচুর্য়াল প্রতিবাদ সভার আয়োজন এবং সকল জেলায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে গনসংযোগ কাযর্যক্রম পরিচালনা নিয়মতান্ত্রিকভাবে মাননীয়প্রধানমন্ত্রী ও সংশ্লীষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি আর্কষনের চেষ্টা করা হয়েছে।
অন্যান্য আরো ৩টি দাবীর মধ্যে রয়েছে, বিএনসিসি ২০২০ সালের জনস্বার্থবিরোদী সংজ্ঞা ও ধারা/উপধারা সংশোধন করন এবং আন্তমন্ত্রনালয় কমিটির সুপারিশের আলোকে নিমার্ন বিধিমালা ২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট
প্রদান,পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ,সরকারী,আধাসরকারী,স্বায়ত্বশায়িত সংস্থা,পেট্রোবাংলা করপোরেশন ও বিদুত বিভাগের বিভিন্ন কোম্পানীতে ডিগ্রী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে জনকল্যানে অগার্নোগ্রাম প্রনয়ন সকল বিদুত কোম্পানীতে জেষঠতার ভিক্তিতে পদোন্নতি প্রদানে সংশ্লীষ্ট
মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপনজারী করা,প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নুন্যতম বেতন নিধার্রণ ও পদবি প্রদান এবং শুধু চাকুরীর উপর নির্ভরশীলতা করতে উদ্দোক্তা
হিসেবে গড়ে তুলতে সরকারী সহযোগীতা প্রদান করতে হবে ও পলিটেকনিক ইনষ্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠান সমুহে শিক্ষক স্বল্পতা, শ্রেনীকক্ষ,ল্যাব,ওয়ার্কশপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষক কর্মচারীদের দ্বিতীয় শিফট্ ও দূযোর্গকালিন সময়ে দায়িত্বপালনে সন্মানী প্রদান,এসটিইপি প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন,ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও ইনড্রাষ্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ ২৯টি ইমারজিনিং টেকনোলোজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মো.মিনারুল খাঁন,আইডিইবি সভাপতি প্রকৌ: মো. মতিউর রহমান,সহ সভাপতি মো. শহিদুল ইসলাম,কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন,প্রকৌ: মো. আকরাম আলী মিয়া, প্রকৌ: মো. মোতাহার আলী, প্রকৌ: মো: সাজিউল ইসলাম সাজু, মো: আরমান,বাকাছাপ আহবায়ক প্রকৌ: মোছা: সুফিয়াসুলতানা,প্রকৌ: মো: মাহমুদুল ইসলাম,প্রকৌ: মো: মামুনুর রশিদ প্রমুখ।