রংপুরে মৎস্যজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন (ভিডিও)

সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের নাশকতা সফল হতে দেয়া যাবে না

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে মৎসজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রংপুরে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। নগরীর টাউন চত্ত্বরে বেলুন উড়িয়ে আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক শ্রী সুধীর চন্দ্র রায় জীবনের সঞ্চালনা ও রংপুর জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি কৃষিবিদ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য রাশেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, এ্যাড. আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে যারা আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পথের কাটা হয়ে দাঁড়াবে তাদের দমন করতে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা চালাবে, কিন্তু আমরা তাদেরকে সফল হতে দেব না। আমরা আবারও মানবতার মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনব। সভায় বক্তারা আরও বলেন, রাজশাহীতে দিনের আলোয় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। যাতে এরকম সাহস আর কারোর না হয়। সভায় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দীকি রনিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।