নির্বাচনে সমর্থক-এজেন্টদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে: সিইসি
পুলিশ দিয়ে কিন্তু আমি সমতা তৈরি করব না।
নিউজডোর ডেস্ক ♦ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট কেন্দ্রগুলোতে প্রার্থীদের সমর্থক ও এজেন্টদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এতে পুলিশের কোনও ভূমিকা থাকবে না। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সফল হয় না।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তার নিজ দপ্তরের গণমাধ্যমকে এসব কথা বলেন সিইসি।
সিইসি আরও বলেন, “পুলিশ দিয়ে কিন্তু আমি সমতা তৈরি করব না। সমতা তৈরি হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের ইলেকশন এজেন্টরাই প্রতিটি কেন্দ্রে ব্যালেন্স তৈরি করবে।