বন্ধ হচ্ছে দেশের ২১০টি পত্রিকা
ব্রিফকেসবন্দী পত্রিকাগুলো বন্ধ করবে সরকার
নিউজডোর ডেস্ক ♦ যেসব পত্রিকা ডিক্লারেশন নিয়ে প্রকাশিত হচ্ছে না, সেগুলোকে ‘ব্রিফকেসবন্দী’ পত্রিকা বলে অবহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন এরকম ২১০টি পত্রিকা বন্ধ করার উদ্যেগ নিয়েছে সরকার, ইতোমধ্যেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে চিঠি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, সংবাদপত্র সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অনেকেই ডিক্লারেশন নিযে পত্রিকা বের করেন না। তাদের জন্য মূল সংবাদপত্রগুলো বিপদে পড়ছে। এ কারণে আমরা এসব পত্রিকা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের এ উদ্যেগের সাথে রয়েছেন।