হারাগাছে স্কুল ছাত্রীকে গণর্ধষণ : এএসআইসহ ৫ জনের বিরুদ্ধে চাজশীট দাখিল

হারাগাছে স্কুল ছাত্রীকে গণর্ধষণ : এএসআইসহ ৫ জনের বিরুদ্ধে চাজশীট দাখিল
ছবি : রাশেদ রাব্বী

এহসানুল হক সুমন ♦ রংপুরের হারাগাছে স্কুল ছাত্রীকে গণর্ধষণের ঘটনায় ৪ মাস তদন্তের পর রংপুর মেট্রোপলিটন ডিবি’র এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুসহ ৫ জনের বিরুদ্ধে চাজশীট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকিরসহ তদন্তকারী পুলিশ সদস্যরা রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে চার্জশীট দাখিল করেন।

এরপর পিবিআইয়ের পুলিশ সুপার সাংবাদিকদের জানান, এএসআই রাহেনুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও মানবপাচার আইনে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অপরাধে অপর ৪ জনের বিরুদ্ধেও আদালতে চাজশীট দেয়া হয়।

২০২০ সালের ১৮ অক্টোবর স্কুল ছাত্রীকে গণঘর্ষণের ঘটনায় এএসআই রাহেনুল ইসলামসহ অজ্ঞাত আসামীদের হারাগাছ থানায় বিরুদ্ধে মামলা দায়ের করেন।