টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক পাচারকারী নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক পাচারকারী নিহত
প্রতিকী ছবি

নিউজডোর ডেস্ক ♦ কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে “বন্দুকযুদ্ধে” দুিই মাদক পাচারকারী নিহত হয়েছেন।মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিহত ব্যক্তিরা মাদকের চালান পাচারকালে গুলি বিনিময়ে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল হতে ৩ লাখের বেশি ইয়াবা ও অস্ত্রসহ ধারালো কিরিচ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল অবস্থান নেয়। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল হতে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শুভ দেব বলেন, গভীর রাতে বিজিবি দু’জন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের শরীরে তিনটি করে গুলির আঘাত রয়েছে। এখানে আনার আগেই তারা মারা যান। পরনের পোশাক দেখে মনে হছিল তারা রোহিঙ্গা। এ সময় আহত ২ জন বিজিবি সদস্যকেও চিকিৎসা দেয়া হয়েছে।