হেফাজতের নতুন কমিটি ঘোষণা, মামুনুলসহ বাদ অনেকে

হেফাজতের নতুন কমিটি ঘোষণা, মামুনুলসহ বাদ অনেকে

নিউজডোর ডেস্ক ♦ হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৭জুন) ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে এম কমিটিতে রাখা হয়নি দলটির সাবেক কমিটির আলোচিত নেতা মামুনুল হক ও তার অনুসারীদের। জেলে থাকা ও রাজনৈতিক পরিচয়ধারী নেতাদের বাদ দিয়েই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ সকালে খিলগাওঁ মাখজানুল উলুম মাদ্রাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে রেখে, প্রয়াত আমীর শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকে সহকারি মহাসচিব হিসেবে কমিটিতে রাখা হয়েছে।

বাদের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন- সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক আসলামাবাদী, কেন্দ্রীয়  নেতা জাকারিয়া নোমান ফয়ূজী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ আরও অনেকে।

একইভাবে আল্লামা আহমদ শফীর হত্যা মামলার অভিযুক্ত নেতাদেরও বাদ দেওয়া হয়েছে কমিটি হয়েছে।