রংপুর জেলা ছাত্রলীগের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

রংপুর জেলা ছাত্রলীগের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

এহসানুল হক সুমন ♦ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে রংপুর জেলা ছাত্রলীগ। শনিবার সকালে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

এরপর জেলা ছাত্রলীগ কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিন সরকার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ লিয়ন, সাংগঠনিক সম্পাদক মোহাইমেনুল রহমান চৌধুরী মিঠুন, প্রচার সম্পাদক মোক্তার এলাহী মুরাদ, সাংস্কৃতিক সম্পাদক অবিনাশ কুমার, ছাত্রলীগ নেতা আল শাহরিয়ার, মেহেদী হাসান জীম, শাওন, নয়ন, রাকিবসহ অন্যরা। 

কর্মসূচীতে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন আমাদের স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের রূপকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম আর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি পায় স্বাধীন রাষ্ট্র, আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় লাল-সবুজের বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১-এর ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন আর বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথগ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১, এসবই এক ও অভিন্ন সূত্রে গাঁথা। বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এ কাজের দল, মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।