হোটেল-রেস্তোরাঁ না খুলে দিলে থালা-বাসন নিয়ে রাস্তায় নামবেন মালিকরা

হোটেল-রেস্তোরাঁ না খুলে দিলে থালা-বাসন নিয়ে রাস্তায় নামবেন মালিকরা
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ করোনা মহামারির কারণে দেশে ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে সারাদেশে প্রায় ৩০ শতাংশ হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। অর্ধেক মালিকানা বদল হয়ে গেছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ যদি সরকার খোলার অনুমতি না দেন তবে থালাবাটি নিয়ে রাস্তায় নামবেন হোটেল-রেস্তোরাঁ মালিকরা।

শনিবার (২২মে) পল্টন কার্যালয়ে বাংলাদেশ রোস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি ওসমান, উপদেষ্টা রুহুল আমিন প্রমুখ।

সংবাদ সম্মেলনে তারা আগের মতো স্বাভাবিকভাবে হোটেল খোলা রাখার সুযোগ, শ্রমিকদের প্রণোদনা, মালিকদের এসএমই খাত থেকে ঋণ দেওয়া, ঘর ও গ্যাস পানি বিদ্যুতের বিল মওকুফসহ বেশ কিছু দাবি জানান।

এরমধ্যে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো হোটেল খোলা রাখা সম্ভব না হলেও ৫০শতাংশ আসন ব্যবহার করে হোটেল খোলা রাখতে চান হোটেল মালিকরা। খবর:সমকাল