রমেক হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্রীড়া সংগঠকের অভিযোগ

রমেক হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ক্রীড়া সংগঠকের অভিযোগ

নভেল চৌধুরী ♦ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ জানিয়েছেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, টিসিবি ডিলার সমিতির বিভাগীয় সভাপতি, সাবেক কৃতি ফুটবল খেলোয়ার এমএ গফুর। রোববার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন এমএ গফুর সাংবাদিকদের অভিযোগ করেন, গত শুক্রবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অদ্যবধি কোন চিকিৎসাসেবা পাননি। অপরিস্কার-নোংরা, দূর্গন্ধযুক্ত কেবিনে শুধুমাত্র অক্সিজেন দিয়ে চলছে তার চিকিৎসা। কেবিনের অপরিস্কার বাথরুম, পানি সরবরাহ, চিকিৎসার সরঞ্জামের সরবরাহ না থাকাসহ নানা অব্যবস্থাপনা তুলে ধরে জেলা প্রশাসক ও হাসপাতাল পরিচালককে জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে তিনি অভিযোগ করেন। হাসপাতাল থেকে চিকিৎসা না পাওয়ায় তিনি বাহির থেকে ৩ জন চিকিৎসক এনে তার চিকিৎসা চালাচ্ছেন। রংপুর বিভাগের বৃহৎ জনগোষ্ঠির চিকিৎসার একমাত্র ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত না হওয়া সম্পর্কে তিনি বলেন, আমার মত এই অবস্থা থাকলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা কোথায় গিয়ে পৌঁছেছে তা সচেতন মহল বুঝতে পারছে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোকাদ্দেম হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ক্রীড়া সংগঠকের চিকিৎসার বিষয়টি আমরা দেখছি।