রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৫ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ১৫ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় আরও ১৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ১৩ জন, দিনাজপুর ও ঠাকুরগাঁয়ের একজন করে রয়েছেন। 

নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিঠাপুকুরের এক নারী (৪৭), দিনাজপুর খানসামার এক পুরুষ (৩৫), রংপুর নগরীর ঠিকাদারপাড়ার এক বৃদ্ধা (৮৫), এসিআই লিমিটেডের এক পুরুষ (৪৮), পূর্ব শালবনের এক কিশোর (১৫), বাহার কাছনার এক পুরুষ (৩৯), মর্ডাণ মোড়ের এক নারী (৪০), পীরজাবাদের এক পুরুষ (৩৭), সিও বাজারের এক চিকিৎসক (২৭), প্রাইমের এক নারী (২০), পীরগাছা কলাবাড়ির এক নারী (৪৫), পারুলের এক পুরুষ (৫৩), আনন্দনগরের এক পুরুষ (৩৪), পীরগঞ্জ তোলারামের এক যুবক (১৮) ও ঠাকুরগাঁও পীরগঞ্জের এক পুরুষ (৫০)। 

সোমবার ১৫৫ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৮৮১ জন। সুস্থ্য হয়েছেন, ৩ হাজার ৩০৪ জন ও মারা গেছেন, ৬৫ জন।