রংপুর সিটি বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

  রংপুর সিটি বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এহসানুল হক সুমন ♦ নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে রংপুর সিটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে বাজারের মাছ হাটি, সবজি বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় পচাঁ সবজি ও মাছ বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, রংপুর জেলার জনগণ যেন নিরাপদ খাদ্য হাট-বাজার থেকে কিনে খেতে পারেন সেলক্ষ্যে জেলা প্রশাসকের নির্দেশে আমরা নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনাসহ তাদের সচেতন করা হচ্ছে। এছাড়া যে কোন পণ্য কেনার আগে ভোক্তাদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে হবে।