রংপুরে আ.লীগ কর্মী হত্যা:  ভাইস চেয়ারম্যান রাজ্জাক জেল হাজতে 

রংপুরে আ.লীগ কর্মী হত্যা:   ভাইস চেয়ারম্যান রাজ্জাক জেল হাজতে 

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ কর্মী সোনা মিয়া হত্যা মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।  সোমবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ আদালতে আব্দুর রাজ্জাক জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। উচ্চ আদালতের আদেশে ৪ সপ্তাহের জামিনে থাকা রাজ্জাকের জামিনের মেয়াদ শেষ রবিবার। এ তথ্য নিশ্চিত করেছেন, আদালত পরিদর্শক মীর আতাহার আলী। উল্লেখ্য, ২৪ এপ্রিল বিকেলে হারাগাছে কাউনিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য যান। বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে শ্লোগান নিয়ে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতাকর্মীদের মাঝে হাতাহাতি-মারামারি ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর রাতে আবারও খানসামা ইমামগঞ্জ বাজারে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা চেয়ারম্যান গ্রুপের কর্মী নাজিরদহ নয়াটারী গ্রামের আব্দুল খালেকের ছেলে সোনা মিয়া নিহত হন। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়। এ ঘটনায় ২৬ এপ্রিল সোনা মিয়ার ছেলে আখতারুজ্জামান বাদী হয়ে কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, তার ভই হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেসহ ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে।