আখক্ষেতে ঢোকায় শিশুদের মারধর, ২৪ ঘন্টার মধ্যে মামলা নেওয়ার নির্দেশ

শামীম হোসেন নামের এক শিশুর কানের পর্দা ফেটে যায়

আখক্ষেতে ঢোকায় শিশুদের মারধর, ২৪ ঘন্টার মধ্যে মামলা নেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ লহ্মীপুরে খেলতে খেলতে আখক্ষেতে ঢুকে পড়ায় চার শিশুকে বেদম পেটানোর ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ৪ (আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আমলি আদালতের বিচারক আবু ইউছুফ এ আদেশ দেন। বাদীর আইনজীবী আ. রহিম রাজু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে চার শিশুকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এতে ভিকটিম তানজিদ আহমেদের মামা মিজানুর রহমান সবুজ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান জাহাঙ্গীর বলেন, ঘটনাটি শুনেছি। তবে আদালতের নির্দেশ এখনো থানায় আসেনি। অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ জুলাই দুপুরে ভিকটিম ওই চার শিশু ডাকাতিয়া নদীর পাশে খেলতে খেলতে অভিযুক্তদের আখক্ষেতে ঢুকে পড়ে। এজন্য অভিযুক্তরা ওই শিশুদেরকে মারধর করে। একপর্যায়ে ক্ষেত তুলে এনে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের রক্তাক্ত জখম করে। এতে করে শামীম হোসেন নামের এক শিশুর কানের পর্দা ফেটে যায়।