বিএনপি-জামায়াতের শাসনামলে রেলকে ধ্বংস করা হয়েছিল :দিনাজপুরে রেলমন্ত্রী

বিএনপি-জামায়াতের শাসনামলে রেলকে ধ্বংস করা হয়েছিল :দিনাজপুরে রেলমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি ♦ রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি একটি দেশের উন্নতির পথযাত্রায় যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য উল্লেখ করে বলেন,বিএনপি-জামায়াতের শাসনামলে রেলকে অবজ্ঞা করে ধ্বংস করে দেয়া হয়েছিল রেল কর্মচারীদের হ্যান্ডশেক দিয়ে অব্যাহতি দেয়া হয়েছিল ফলে জনবল সংকটসহ নানা সমস্যা পড়ে রেল ধ্বংস হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের স্বার্থে রেলে প্রচুর বরাদ্দ দিয়ে রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে

তিনি বলেন, ইতিমধ্যেই পঞ্চগড় থেকে ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন জেলায় ৪২টি ট্রেন চালু করা হয়েছে তিস্তা, ভৈরব, কাঞ্চন ব্রীজসহ নানা ব্রীজ সংস্কার করা হয়েছে সম্প্রসারন করা হচ্ছে রেল পথকে ব্রডগেজ লাইন এখন প্রতিটি জেলায় দেয়া হচ্ছে আগামী কয়েকমাসের মধ্যেই জনবল সংকট নিরসনে ১০ থেকে ১৫ হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয়া হবে তিনি বলেন, শিলিগুড়ি, মঙ্গলাবন্দর এসব স্থানে রেলপথ যোগাযোগ সম্প্রসারন করা হবে তা হলে ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হবে

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে মধ্যম ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ২২ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুর রেল স্টেশনের উচু বর্ধিত প্ল্যাটফরম-এর উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি এসব কথা বলেনবাংলাদেশ রেলওয়ে, রাজশাহী মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা পরিষদ চেয়ারম্যন আজিজুল ইমাম চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) প্রমুখ এর আগে আওয়ামীলীগ অঙ্গসহযোগি সংগঠনসহ অন্যান্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান