গঙ্গাচড়ায় বিধিনিষেধ অমান্য করায় ৭ জনের ৪ হাজার ৭’শ টাকা জরিমানা

গঙ্গাচড়ায় বিধিনিষেধ অমান্য করায় ৭ জনের ৪ হাজার ৭’শ টাকা জরিমানা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় ৭ জনের ৪ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুল আলম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত বিধি নিষেধ কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুল আলম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৪ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত গঙ্গাচড়া বাজার, চেংমারী বাজার, গজঘন্টা বাজার ও মর্ণেয়া ইউনিয়নের খলিফার বাজারে অভিযান চালিয়ে বিধি নিষেধ অমান্য করায় ৭ জনের ৪ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া বিধিনিষেধ কার্যকর করতে নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছে থানা পুলিশ, সেনাবাহিনী, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফুল আলম সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলাসহ সকলকে অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে না আসার আহব্বান জানান।