গঙ্গাচড়ার দুই চেয়ারম্যান পেলেন যোগ্য সমাজসেবকের পুরস্কার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ সমাজসেবা ও করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ অবদানের জন্য যোগ্য সমাজসেবকের সম্মাননা স্মারক, সনদ পত্র ও স্বর্ণ মেডেল পেলেন গঙ্গাচড়া উপজেলার দুই চেয়ারম্যান। যোগ্য সমাজসেবকের পুরস্কার পাওয়া চেয়ারম্যানরা হলেন গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ ও বড়বিল ইউপি চেয়ারম্যান আফজালুল হক রাজু। গত বুধবার বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের আয়োজনে হোটেল ফার্স বিজয়নগর পল্টন ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় তাদের হাতে সম্মাননা স্মারক, সনদ পত্র ও স্বর্ণ মেডেল তুলে দেন রেলপথ মন্ত্রী নুরল ইসলাম সুজন এমপি ও মাগুড়া ১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর।
ইউপি চেয়ারম্যান আলসুমন আব্দুল্লাহ ও আফজালুল হক রাজু জানান, আমরা যে সম্মান পেয়েছি এ সম্মান ইউনিয়ন বাসীর। কারণ ইউনিয়ন বাসীই আমাদেরকে করোনা ভাইরাস মোকাবেলাসহ উন্নয়ন কাজে সহযোগিতা করেছে। এজন্য তারা ইউনিয়নের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।