কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

প্রথম দিন দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান প্রদান শুরু হয়েছে। রোববার সকালে কুড়িগ্রামের জেলা পরিষদে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন করেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষরেদর চেয়ারম্যান মো. জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মাহফুজার রহমান মুকুল, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ্ লিংকন, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম প্রমুখ।

পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মনিবন্ধন নম্বর সনদ দেখে ফােইজারের টিকা দেওয়া হচ্ছে।

জেলা শিক্ষা অফিসার শামসুল আলম জানান, প্রথম দিন দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে জেলার সকল এইচএসসি পরিক্ষার্থীকে করোনা টিকার আওতায় নেওয়া হবে।