কঠোর লকডাউনেও সিলেট-৩ আসনে ভোট হবে

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের বাধা হতে পারল না কঠোর লকডাউন

কঠোর লকডাউনেও সিলেট-৩ আসনে ভোট হবে
ফাইল ছবি

নিউজডোর ডেস্ক ♦ দেশে কঠোর লকডাউনের মাঝেও চলবে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন। আগামী ২৮ জুলাইয়ের সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের বাধা হতে পারল না কঠোর লকডাউন। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশ কঠোর লকডাউনের আওতায় থাকলেও, দেশের নির্বাচনী এলাকাগুলো থাকবে বিধি নিষেধের বাহিরে।

রোববার (১৮ জুলাই) মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্হাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কভিডের কারণে আগামীঅ ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিন কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এদিকে সিলেট-৩ আসনের উপ-নর্বিাচন আগামী ২৮ জুলাই। এ অবস্থায় বিধিনিষেধের বাইরে থাকবে নির্বচানী এলাকা ।

নির্বাচন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দপ্তরগুলোর বিধিনিষেধের বাইরে থাকবে বলে প্রজ্হাপনে উল্লেখ করা হয়।