আশুরায় রংপুর নগরীতে তাজিয়া মিছিল বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার ♦ পবিত্র আশুরায় তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধের নির্দেশ দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাতে পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, শুক্রবার আশুরা উপলক্ষ্যে করোনা পরিস্থিতি বিবেচনায় নগরীতে তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিলসহ জনসমাগম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।
সেই নির্দেশনা অনুযায়ী শুক্রবার রংপুর নগরীতে সকল প্রকার জনসমাবেশ, মিছিল, র্যালী, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচারাদি পালন করা যাবে। এ নিদের্শ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে মেট্রোপলিটন পুলিশ।