অক্সিজেন পরিবহনের কথা বলে অর্থ হাতিয়ে নেয়া চক্রের ২ সদস্য গ্রেফতার 

অক্সিজেন পরিবহনের কথা বলে অর্থ হাতিয়ে নেয়া চক্রের ২ সদস্য গ্রেফতার 

স্টাফ রিপোর্টার ♦  অক্সিজেন সিলিন্ডার পরিবহনের কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপ-পুলিশ কমিশনার কার্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার মহাখালীতে অক্সিজেন সিলিন্ডার পরিবহনের জন্য প্রতারক চক্রের সদস্য সোহেল ফকির ও নাসিম ট্রাক চালকদের সাথে চুক্তি করে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৪ জুলাই ৩ হাজার টাকা হাতিয়ে নেয়।

ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদ শেষে তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার তাদের পাবনা জেলা থেকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উজ্জ্বল কুমার, সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদ, আলতাফ হোসেন, কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ, ওসি (তদন্ত) রাজিব বসুনিয়া।