নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টিকে ভেঙ্গে ফেলা হতো: ইয়াসির

নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুযোগ অনেক ক্ষীণ

স্টাফ রিপোর্টার ♦ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে জাতীয় পার্টিকে ভেঙ্গে দেয়া হতো উল্লেখ করে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইয়াসির বলেছেন, জাতীয় পার্টি গ্রুপিংয়ের মধ্যে ছিল। আমরা (জিএম কাদের পন্থী) যদি নির্বাচনে অংশগ্রহণ না করতাম তাহলে ক্ষমতাসীন সরকার রওশন এরশাদকে দিয়ে জাতীয় পার্টিকে ভেঙ্গে জাপার লাঙ্গল এবং জিএম কাদেরের চেয়ারম্যান পদ কেড়ে নিয়ে আমাদের তছনছ করে দেবে এমন আভাস পাওয়া গিয়েছিল। এর পরপরই তারা (রওশনপন্থী) নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা ও মনোনয়নপত্র বিতরণ করাও শুরু করে দিয়েছিলো।

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমূখী দল। আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস পেয়ে মাঠে নেমেছি। যদি এর বিপরীত কিছু ঘটে তাহলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াবে।

অযোগ্য নির্বাচন কমিশনের অধীনে এবার নির্বাচন হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ সুবিধা পাবে সেটা নিয়ে আমরা সন্ধিহান। এজন্য আমরা বলছি নিরপেক্ষ নির্বাচন হওয়ার সুযোগ অনেক ক্ষীণ।