প্রথম আলো পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে  রংপুরে মানববন্ধন

মানববন্ধনে অংশ নেয় ২৭টি সংগঠন

প্রথম আলো পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে  রংপুরে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে স্বাধীনতা দিবসে শিশুর হাতে টাকা দিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে দৈনিক প্রথম আলো পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে ২৭টি সংগঠন মানববন্ধন সমাবেশ করেছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে রংপুরের সামাজিক ও সাংস্কৃতিক ঐক্যজোটের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে পত্রিকাটির নিবন্ধন বাতিলসহ দেশবিরোধী চক্তান্তকারীদের শাস্তির দাবীও জানানো হয়। 
মানববন্ধনে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, লেখক ও গবেষক মোস্তফা তোফায়েল হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাজেদুর রহমান ঝন্টু, লেখক ও রাজনৈতিক আমজাদ হোসেন সরকার, কবি মনজিল মুরাদ লাভলু, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান, পদাতিক সভাপতি বিজয় প্রসাদ তপু, সাংস্কৃতিক সংগঠক এলাহী ফারুক, কবি এ এস এম হাবিবুর রহমান, গণসংগীত শিল্পী রুপু মজুমদারসহ অন্যরা।  মানববন্ধনে শিখা সংসদ, গণসংগীত শিল্পী পরিষদ, রঙ্গলোক সাংস্কৃতিক সংগঠন, জাতীয় কবিতা পরিষদ, রংপুর সাহিত্য একাডেমি, গীতিকবি সংসদ, মুক্তধারা সাংস্কৃতিক সংগঠন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোট, পদাতিক, রংপুর থিয়েটার, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সুরের ঝংকার সংগীত একাডেমি, খেলাঘর শিশু কিশোর সংগঠন, মেঠোপথ সাংস্কৃতিক সংগঠন, প্রতিবন্ধী সাংস্কৃতিক সংগঠন, জয়বাংলা সাংস্কৃতিকজোট, ভাওয়াইয়া অঙ্গন, ঘাসফুল সাংস্কৃতিক সংগঠন, মৌচাক সাংষ্কৃতিক সংগঠন, রামবা, লালন একাডেমি, উত্তরণ  সাংষ্কৃতিক সংগঠন , রংপুর আর্ট একাডেমি, বিহঙ্গ সাংস্কৃতিক সংগনের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।  
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের নেতৃত্বে দেশ উন্নয়নে মহাসড়কে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় দেশ বিরোধী ষড়যন্ত্রকারীর এজেন্ট হিসেবে প্রথম আলো পত্রিকা স্বাধীনতা দিবসে দেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছে। যা রাষ্ট্র বিরোধী কার্যক্রম। আমরা দেশবিরোধী প্রথম আলোর নিবন্ধন বাতিলসহ সাংবাদিকের শাস্তি দাবী করছি।