সাকিবকে নিয়ে আসিফের লেখা

এমন উচ্চতায় নিয়ে যাও যেন পৃথিবীতে না থাকলেও তোমার গুনগান মানুষ গাইতে বাধ্য হয়

সাকিবকে নিয়ে আসিফের লেখা
ছবি: সংগৃহীত

নিউজডোর বিনোদন ডেস্ক ♦ জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর তার ফেসবুক ভেরিফাইড পেইজে সাকিব আল হাসানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। আজ বুধবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে আসিফ সাকিবকে নিয়ে একটি পোস্ট আপলোড করেন।

পোস্টে আসিফ লিখেন, দেশের জন্য কাজ করে যেতে হবে মাথায় রাখতে হবে দেশপ্রেম একটা থ্যাংকস লেস জব সাকিব আল হাসান- বাংলাদেশ ক্রিকেটের প্রান বাংলাদেশের গত পঞ্চাশ বছরের সেরা ইতিহাস তুমি এদেশে কোন গুনী আজ পর্যন্ত সম্মান নিয়ে মরতে পারেনি, তোমাকেও সেই পথে ঠেলে দেয়া হয়েছে তোমার দৃপ্ত পথচলা আরো শক্তিশালী হউক সবার ভালবাসা পাবার প্রয়োজন নেই নিজের কাজে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেন পৃথিবীতে না থাকলেও তোমার গুনগান মানুষ গাইতে বাধ্য হয় এটাই অকৃতজ্ঞদের শাস্তি

 

তিনি আরও লিখেন, দেশব্যাপী ক্রিকেট বোদ্ধার যন্ত্রনায় এখন আর খুব একটা খেলা দেখিনা, বিষয়ে কথাও বলিনা তোমার ছেলে মেয়েসহ পরিবারের সবার দ্রুত সুস্থ্যতা কামনা করি ম্যাচের ফলাফল নিয়েও ভাবিত নই পরিবারকে হাসপাতালে রেখে খেলছো দেশের জন্য, তোমার স্যাক্রিফাইসের প্রতি সম্মান জানাতে এই পোস্ট  শ্রদ্ধেয়

এছাড়া আসিফ আকবর আবুল হোসেনের লেখা কবিতার কয়েকটি লাইন সাকিবের জন্য লিখেন-

ঝিনুক নীরবে সহো

ঝিনুক নীরবে সহো

ঝিনুক নীরবে সয়ে যাও

ভেতরে বিষের বালি মুখ বুঁজে মুক্তা ফলাও

হ্যাটস অফ সাকিব আল হাসান

জন্মদিনের আগাম শুভেচ্ছা

ভালবাসা অবিরাম