বিতর্ক প্রতিযোগিতায় রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন দিনাজপুর

বিতার্কিকদের হাতে পুরষ্কার তুলে দেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী

বিতর্ক প্রতিযোগিতায় রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন দিনাজপুর

স্টাফ রিপোর্টার ♦ জাতীয় উন্নতির জন্য মানুষকে বিজ্ঞানমনস্ক ও যুক্তি নির্ভর হতে হবে। তবে প্রযুক্তির নেতিবাচক ব্যবহারের বিষয়ে সতর্কতা ও সচেতনতা সর্বাগ্রে। এ নিয়ে চলছিল কথার লড়াই। ক্ষুরধার যুক্তি আর পাল্টা যুক্তিতে একে অপরকে করছিল নাস্তানাবুদ। এভাবে তর্ক উৎসবে মেতেছিল জেলা পর্যায়ের সেরা স্কুলগুলোর বিতার্কিকরা। শনিবার এ দৃশ্য দেখা যায় দেশের সবচেয়ে বড় বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২২-এর বিভাগীয় পর্যায়ের রংপুর মঞ্চে। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় চলছে এ প্রতিযোগিতা।

রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের মিলনাতায়নে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন দিনাজপুরের সারদেশ^রী বালিকা উচ্চ বিদ্যালয় ।

রানার্সআপ হয়েছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিভাগীয় সেরা তার্কিকের মুকুট অর্জন করেছে বিজয়ী দলের মন্দিরা রানী রায়।

সমকালের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি এটিএম মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগি অধ্যাপক, ওয়ার্ল্ড রিভার ক্লিন আপ এর কান্ট্রি ডিরেক্টর ও  জেলা সুহৃদ  সমাবেশের সভাপতি লায়ন এম আজহারুল ইসলাম দুলাল। উৎসব মুখর তর্কযুদ্ধে মুগ্ধ হন রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সাবেক টেলিভিশন বিতার্কিক সাংবাদিক মেরিনা লাভলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. মমিন মন্ডল, পঞ্চগড় জেলা সুহৃদ সমাবেশের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নীলফামারী জেলা সুহৃদ সমাবেশের সভাপতি রাকিবুজ্জামান রাকিব, সহ-সভাপতি রাবিয়া জান্নাত জয়া, সমকালের নীলফামারীর ডোমার প্রতিনিধি রওশন রশীদ, রংপুর জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, রংপুর সুহৃদের নভেল চৌধুরী, আরমান হোসেন, অর্জুন দাস।

প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের হাতে পুরষ্কার তুলে দেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।  বিচারকের দায়িত্বে ছিলেন রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. তোফায়েল হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক, রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. জহুরুল হক ও বাংলাদেশ রেলওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক বিতর্ক সংগঠক সৈকত রহিম।

প্রতিযোগিতায় আরও অংশ নেয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন গাইবান্ধার এসকেএস স্কুল এন্ড কলেজ, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রামের দাশের হাট মডেল হাই স্কুল, লালমনিরহাটের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। 

তরুণ প্রজন্মকে বিজ্ঞানমূখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ে তুলতে ২০১৩ সালে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা। এবার অনুষ্ঠিত হচ্ছে নবম আসর।