দিনাজপুরের পূর্নভবায় নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

এলাকাবাসীরা জানায়, নিহত শিক্ষার্থী মানসিক ভারসাম্যহীন ছিল

দিনাজপুরের পূর্নভবায় নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

মো. আরমান হোসেন (দিনাজপুর) ♦ দিনাজপুরের পূর্নভবায় নদীতে গোসল করতে নেমে ইফতি রহমান সাকিল (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটেছে। শনিবার (২৮ মে) বেলা ১২টার দিকে দিনাজপুর শহরের পশ্চিমে অবস্থিত পূর্নভবা নদীর পূর্ব পাশে লালবাগ গোরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিল দিনাজপুর পৌর এলাকার রামনগরের মো. সাইফুর রহমানের ছেলে ও চেহেলগাজী শিক্ষা নিকেতনের নবম শ্রেনির শিক্ষার্থী।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মঞ্জিল হক স্বজনদর বরাত দিয়ে বলেন, শনিবার বেলা ১২টার দিকে সাকিল গোসল করার জন্য নদীতে নামলে এক পর্যায়ে সে নদীতে ডুবে যায়। এসময় আশেপাশের লোকজন দেখতে পেয়ে অনেক খোঁজাখুজির তরে না পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। দিনাজপুর ফায়ার সার্ভিস এ ঘটনা রংপুর ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে রংপুর থেকে ৪ সদস্যের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর বিকেল ৪টায় নিহত সাকিলের লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নিহত সাকিল মানসিক ভারসাম্যহীন ছিল।