করোনা ইস্যু নিয়ে সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে: সংসদে ইনু

করোনা ইস্যু নিয়ে সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে: সংসদে ইনু

নিউজডোর ডেস্ক ♦ জাসদ সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করে বলেছেন, করোনা সংক্রমণ ইস্যু নিয়ে সরাকরের মধ্যে অস্থিরতা কাজ করছে। সোমবার (২৮জুন) সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ অভিযোগ তোলেন।

আজ সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

লকডাউন-শাটডাউনসহ বারবার প্রজ্ঞাপনের পরবির্তনকে উল্লেখ করে ইনু অভিযোগ করেন, করোনা মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। তার বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিনের গণমাধ্যমের প্রতিবেদন ও সরকারের তরফে দেওয়া বক্তৃতা বা বিবৃতি অতি উদ্বেগজনক।

তিনি আরও বলেন, সরকারের ভেতরে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিনের লকডাউন-শাটডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি এবং ঘন ঘন সংশোধন করা হয়। কয়েক ঘন্টার মধ্যে অদল-বদল করা হয়। এসব বক্তব্য, বিবৃতির মধ্য দিয়ে অস্থিরতা প্রকাশ পাচ্ছে।